• Home
  • Uncategorized
  • জুলাই সনদের কাঠামোতেই ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার চায় এনসিপি
Uncategorized

জুলাই সনদের কাঠামোতেই ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার চায় এনসিপি

Email :15

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ভবিষ্যতের নির্বাচনগুলো অবশ্যই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয় এই ব্যবস্থার প্রয়োগ হতে হবে পরবর্তী জাতীয় সংসদ থেকে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।আখতার হোসেন বলেন, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে রূপরেখা দেওয়া আছে, সেটিই ভবিষ্যতে অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করার সুযোগ নেই।তিনি আরও বলেন, রায়ের মধ্য দিয়ে দেশে পূর্বের ‘কলঙ্কজনক রায়’ এর অবসান ঘটেছে এবং বিচার বিভাগের মর্যাদা বহুলাংশে পুনরুদ্ধার হয়েছে।তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং পরে যে ঐকমত্য কমিশন তৈরি হয়েছে, তাদের সম্মতিতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সেই সনদ অনুযায়ী ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও কর্মকৌশল নির্ধারিত থাকবে।এনসিপির দাবি, রায়ের মাধ্যমে ব্যবস্থাটি পুনর্বহাল হলেও তা সংসদীয় প্রক্রিয়া ছাড়া কার্যকর হবে না। পরবর্তী সংসদে একটি সংস্কার পরিষদ গঠন করতে হবে এবং সেই পরিষদ জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো সংবিধানে অন্তর্ভুক্ত করবে।আসন্ন নির্বাচন সম্পর্কে আখতার হোসেন বলেন, এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজনীয়তা নেই। অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার ও নির্বাচন সম্পন্ন করার দায়িত্বেই এসেছে। সুতরাং আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts