
ভূমিকম্পে আতঙ্কে ঢাকা আলিয়ার আবাসিক শিক্ষার্থীরা।
ঢাকা আলিয়া প্রতিনিধি মোঃ মাছুম বিল্লাহ
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা। আজ শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩৮ মিনিটে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে মাদ্রাসার হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে হঠাৎই আতঙ্ক দেখা দেয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল, কিন্তু আবাসিক দু’টি হল আল্লামা কাশগরী রহঃ এবং মুফতি আমিমুল ইহসান হলের শিক্ষার্থীরা কম্পন টের পেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দ্রুত মাঠে নেমে আসে।শিক্ষার্থীরা জানান, সকাল আনুমানিক ১০:৩৮ মিনিটের দিকে ভবনের ভেতরে কয়েক সেকেন্ডের জন্য কাঁপুনির অনুভূতি হয়। প্রথমে কেউ বিষয়টি বুঝতে না পারলেও মুহূর্তের মধ্যেই সবার আতঙ্কে ছোটাছুটি দেখে সবাই মাঠের দিকে দৌড়াতে শুরু করে। কম্পন খুব বেশি সময় স্থায়ী না হলেও হঠাৎ এমন পরিস্থিতি সবার মনে ভীতি সৃষ্টি করে।ভূমিকম্পের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক হল প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি মাঠে জড়ো হওয়া শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, সবাই নিরাপদ আছে কি না জানতে চান এবং তাদের শান্ত থাকার অনুরোধ করেন। অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির হয়নি।”পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তিনি নিজেই হলের ভবন ঘুরে দেখেন। দেয়ালে কোনো ফাটল, ক্ষতি বা ঝুঁকির সম্ভাবনা আছে কি না তা খতিয়ে দেখেন। এ ঘটনার পর শিক্ষার্থীদের মনে ট্রমা কাজ করছে, এই পুরোনো জরাজীর্ণ ভবনে আতঙ্কে সময় কাটাচ্ছে হলের আবাসিক শিক্ষার্থীরা।হলের আবাসিক শিক্ষার্থী রাকিব মন্ডল বলেন “এই জরাজীর্ণ ভবনে আমরা সব সময় ভয়ে থাকি, কখন না জানি ছাঁদ ভেঙে মাথায় পরে, ভূমিকম্পের পর থেকে এখনো এই ভয় কোনোভাবেই কাটছে না।” মাদ্রাসা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই আবাসিক শিক্ষার্থীদের জন্য নতুন হল তৈরি এবং যেকোনো দুর্যোগে যেন শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারে প্রশাসন সেই ব্যাবস্থা নিবে।