• Home
  • Uncategorized
  • ভূমিকম্পে ধসে পড়েছে আমিমুল ইহসান হলের ছাদের কিছু অংশ
Uncategorized

ভূমিকম্পে ধসে পড়েছে আমিমুল ইহসান হলের ছাদের কিছু অংশ

Email :18

প্রতিবেদক- মাহবুব হোসেন

আজ শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩৮ মিনিটে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে মাদ্রাসার হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে হঠাৎই আতঙ্ক দেখা দেয়। দু’টি হল আল্লামা কাশগরী রহঃ এবং মুফতি আমিমুল ইহসান হলের শিক্ষার্থীরা কম্পন টের পেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দ্রুত মাঠে নেমে আসে।শিক্ষার্থীরা জানান, সকাল আনুমানিক ১০:৩৮ মিনিটের দিকে ভবনের ভেতরে কয়েক সেকেন্ডের জন্য কাঁপুনির অনুভূতি হয়। প্রথমে কেউ বিষয়টি বুঝতে না পারলেও মুহূর্তের মধ্যেই সবার আতঙ্কে ছড়িয়ে পড়ে । কম্পন খুব বেশি সময় স্থায়ী না হলেও হঠাৎ এমন পরিস্থিতি সবার মনে ভীতি সৃষ্টি করে। বাহির থেকে রুমে ফিরে আমিমূল ইহসান হলের ২০১২ নং রুমের সদস্যরা দেখতে পান উপরের ছাদ ভেঙ্গে নিচে পড়ে আছে। প্রাথমিকভাবে কোন দুর্ঘটনা না ঘটলেও শিক্ষার্থীরা আতঙ্কে আছে আবার কখন হঠাৎ ভূমিকম্প হলে ছাদ ভেঙ্গে কোন দুর্ঘটনা ঘটে কিনা।

ঢাকায় ৪.৯ মাত্রায় ভুমিকম্প হয়েছে ১০:৩৮। এ কম্পন ১৮.২ মাইল এরিয়া জুড়ে বিস্তৃত ছিলো। ঢাকা আলিয়ায় চলছিলো তখন বিএমএড এর পরীক্ষা চলছিলো… ভূমিকম্প শুরু হওয়ার পর সবাই আতংকে বেড়িয়ে আসে। এরপর তাৎক্ষনিকভাবে প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক হলের শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং আবাসিক ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts