
ভোলা–০৩ আসনের লালমোহন উপজেলার রায়চাঁদ বাজারে একটি মিমাংসা বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ উঠেছে, বিএনপির এমপি প্রার্থী মেজর হাফিজের অনুসারী সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক নারী জামাআত কর্মীকে হেনস্তার ঘটনায় আয়োজিত মিমাংসা বৈঠক শেষে ফেরার পথে জামাআতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীদের লক্ষ্য করে অতর্কিতভাবে হামলা করা হয়।হামলায় লালমোহন সদর ইউনিয়নের সেক্রেটারি এবং ফুলবাগিচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো. এছহাকসহ একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। আহত মো. এছহাকের মাথা, হাত ও পায়ে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্য বাজার এলাকায় এ ধরনের সহিংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এ ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।