ছবি: শাকিল রেজা ও আশিষ চন্দ্র রায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কোটালীপাড়া (ডুসাক)’ এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল রেজা ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিষ চন্দ্র রায়।
ছবি: প্রকাশিত বিজ্ঞপ্তি
মঙ্গলবার (১৯ এপ্রিল) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি অপূর্ব চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাসান মতিউর রহমান ও উপদেষ্টাগণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন ও বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।