• Home
  • Uncategorized
  • মাভাবিপ্রবিতে সেমিস্টার ফাইনালে অসদুপায়, বহিষ্কার ৫ শিক্ষার্থী
Uncategorized

মাভাবিপ্রবিতে সেমিস্টার ফাইনালে অসদুপায়, বহিষ্কার ৫ শিক্ষার্থী

Email :21

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়ায় বিভিন্ন বিভাগের মোট ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে এবং একজন শিক্ষার্থীর নির্দিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন ডিসিপ্লিন কমিটির ৩৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের শিক্ষার্থী মোছা. মানসুরা আক্তার নাসরিন, তাসনিম ইসলাম দিয়া, মো. খোকন বাবু, গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ শাহাব, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছাত্রী তমা রানী বর্মনকে প্রত্যেককে এক সেমিস্টার করে বহিষ্কার। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লিমা আক্তারের উক্ত কোর্সের পরীক্ষা বাতিল করা হয়।প্রশাসন জানিয়েছে, বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী পরবর্তী ব্যাচের সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। অন্যদিকে, লিমা আক্তার নিজ ব্যাচেই পড়াশোনা চালিয়ে যাবেন এবং সংশ্লিষ্ট কোর্সটি ব্যাকলগ হিসেবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রতিবেদক – মাহবুব হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts