• Home
  • Uncategorized
  • ট্রাভেল পাস’ নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান
Uncategorized

ট্রাভেল পাস’ নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান

Email :15

ট্রাভেল পাস’ নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন তা নিয়ে রাজনৈতিক মহলসহ সারাদেশে রয়েছে আলোচনা। বিএনপি নেতারাও তারেক রহমানের ফেরার বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না।নেতারা বলছেন, চলতি মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন। আবার কেউ বলছেন তফসিলের আগেই ফিরবেন। তাদের দাবি, তার ফেরার সময় ঘনিয়ে এসেছে। তার দেশে ফেরাকে কেন্দ্র করে গুলশানের-২ এর ১৯৬ নম্বর বাসাটি প্রস্তুত করা হচ্ছে।তবে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট নেই তাই তিনি কীভাবে দেশে ফিরবেন, এটা নিয়ে জনমনে আগ্রহ রয়েছে।জানা গেছে, তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট কোনো সমস্যা নয়, তিনি চাইলেই দেশে ফিরতে পারবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে তারেক রহমান ‘ট্রাভেল পাস’ নিয়ে দেশে ফিরতে পারেন। এর আগে ভারতের শিলং-এ থাকা দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদেরও পাসপোর্ট ছিলো না। তিনি ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন।দলীয় সূত্র বলছে, ২০১৫ সালে গুম হওয়ার পর ভারতের মেঘালয় রাজ্যে যখন সালাহউদ্দিনকে পাওয়া গিয়েছিল, তখন তার সঙ্গে কোনো পাসপোর্ট ছিল না। অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল, কারাগারেও যেতে হয়। মামলার দায় থেকে মুক্ত হওয়ার পর ভারতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট জোগাড় করেন সালাহউদ্দিন। রাজনৈতিক পরিস্থিতি অনুকূল দেখে দেশে ফেরেন তিনি। ফলে তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তবে পাসপোর্ট এখানে বড় বাধা হয়ে দাঁড়াবে না।তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ২০০৮ সালে যুক্তরাজ্যে গেলেও পরে আওয়ামী লীগ সরকারের আমলে তার পাসপোর্ট আর নবায়ন হয়নি। তিনি কোন প্রক্রিয়ায় যুক্তরাজ্যে রয়েছেন, সে বিষয়টি কখনো খোলাসা করেনি বিএনপি। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, তারেক রহমান ও তার স্ত্রী-মেয়ে বাংলাদেশি পাসপোর্ট ‘সারেন্ডার’ করেছেন। ব্রিটিশ হোম অফিস বাংলাদেশ হাইকমিশনে সেই পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে। তখন বিএনপি আবার তার প্রতিবাদ জানিয়ে বলেছিল, তারেক রহমান যদি পাসপোর্ট ফেরতই দিয়ে থাকেন তাহলে তা যেন সরকার দেখায়। তখন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের পাসপোর্ট দেখানো হয়নি। তবে নবায়ন না হওয়ায় তারেক রহমানের হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট এখন নেই। ফলে তাকে নতুন করে পাসপোর্ট নিতে হবে।২০১৪ ও ২০১৬ সালে তারেক রহমানকে সৌদি আরবে ওমরাহ ও হজ পালনে যেতে দেখা গিয়েছিল। শেষবার দেশ থেকে খালেদা জিয়াও হজে গিয়েছিলেন। সৌদি আরবে দেখা হয়েছিল মা-ছেলের। সেখান থেকে তারেক রহমান আবার লন্ডন ফিরে যান। পাসপোর্টহীন তারেক রহমান তখন ব্রিটিশ সরকারের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিদেশ গিয়েছিলেন বলে কথা উঠেছিল।পাসপোর্ট অধিদপ্তর সূত্র বলছে, বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে ট্রাভেল পাস দেওয়া হয়। এছাড়া দীর্ঘদিন বিদেশে আছেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ, এবং নতুন পাসপোর্ট তৈরি সম্ভব নয় এমন ব্যক্তি এই পাস পান। নাগরিকত্ব প্রমাণিত কিন্তু পাসপোর্ট নেই যেমন- শিশু, যাদের কখনো পাসপোর্ট করা হয়নি। বিদেশে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশি শ্রমিক কিংবা আটক বা ডিটেনশনে থাকা বাংলাদেশি নাগরিকও পেতে পারেন ট্রাভেল পাস। এটি একটি অস্থায়ী ভ্রমণ নথি, যা বিদেশে অবস্থানরত পাসপোর্টহীন কোনো বাংলাদেশিকে শুধু একবার বাংলাদেশে ফিরতে ব্যবহার করতে দেয়। এটি পাসপোর্ট নয়। এটি দিয়ে অন্য দেশে ভ্রমণ করা যায় না।ট্রাভেল পাস পেতে হলে, সেই ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক হওয়ার প্রমাণ, যেমন: জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পুরোনো পাসপোর্ট (যদি থাকে), কোনো আত্মীয়ের হলফনামা, স্কুল-কলেজের সনদ, প্রবাসে আটক হলে স্থানীয় পুলিশের কাগজপত্রসহ সেই দেশের বাংলাদেশি দূতাবাসে আবেদন করতে হবে। এক্ষেত্রে তারেক রহমানের পাসপোর্ট না থাকায় তাকে দূতাবাসে আবেদন করে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন অনুবিভাগ শাখা সূত্রে জানা যায়, তারেক রহমান চাইলে খুব সহজে দেশে ফিরতে পারবেন। এক্ষেত্রে তার কাছে পাসপোর্ট থাকার প্রয়োজন নেই। তিনি লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন।সরকার বলছে তারেক রহমান ফিরতে চাইলে তাকে সহায়তা দেওয়া হবে।সম্প্রতি এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার ভ্রমণ বিষয়ক কাগজপত্র দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেবে। তারেক রহমানের দেশে ফেরা নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যখনই প্রয়োজন হবে, তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখবো।

প্রতিবেদক- মাহবুব হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts