• Home
  • জাতীয়
  • ঢাকা আলিয়ার তিন সদস্যের তিন মাসের কমিটি দুই বছর আট মাসেও হয়নি পূর্নাঙ্গ, অবশেষে বিলুপ্ত ঘোষণা
জাতীয়

ঢাকা আলিয়ার তিন সদস্যের তিন মাসের কমিটি দুই বছর আট মাসেও হয়নি পূর্নাঙ্গ, অবশেষে বিলুপ্ত ঘোষণা

Email :28

তিন সদস্যের তিন মাসের কমিটি দুই বছর আট মাসেও হয়নি পূর্নাঙ্গ, অবশেষে বিলুপ্ত ঘোষণা

মোঃ মাহবুব হোসেন, ঢাকা আলিয়া প্রতিনিধি,

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদল ইউনিটের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, দলকে আরও গতিশীল ও সংগঠিত করতে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের অনুমোদন দেন। তারা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও তরুণমুখী হবে।সংগঠনের বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শাহরিয়ার হক মজুমদার শিমুল।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ মার্চ আহ্বায়ক , সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পদে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যার মেয়াদ ছিল তিন মাস। দীর্ঘ দুই বছর আট মাস পর অবশেষে সেই কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts